মেঘের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে বিকেল
বৈশাখে আজ কালের ঝড় বড্ড সেকেলে
বাংলা বুঝবে তখন চৈত্র শেষের হল্কাতে
নববর্ষ আঁচ লেগেছে বুকের কাছটাতে।
বাংলা বলা সবার ঘরে উঠবে পিদিম জ্বালি
মা মাসি বলবে ছড়া জড়িয়ে স্বপ্ন আদর ,
মনটা ভরে সিন্দুর লেপা হালখাতাতে আঁকা
বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া বাঙালীর বাংলা ভাষা ।
খর তাপে দিন আনতে দিন কূড়াবে
চাতক ডাকা দিনের কাতর
দূর চিক চিক কাঁপবে সভ্য সমাজ
বাংলা আবার যুগের হাওয়া ঠুকবে তালে তাল ।


  -০-০-০-