বেণী সুতোর উপর দিয়ে
                আর কতকাল হাঁটবো
লড়াই করা সংসারেতে
               আমরাই কেবল হারবো?
দুটি সত্ত্বা মিলেই জগত
               আমরা তবুও জগৎচ্যুত
দোষ কি শুধু আমাদের হয়
                 সমাজের নিয়ম মত ;
কর্মের সাথে সাফল্য
                 তাতেই তো সুখ মানি
সেই সুখেতে তোমার স্বর্গ
                 আমার নরকখানি?
যুগ পাল্টে মাসি পিসী
                ঠিকানা বদল ঘরণী
আমাদের এই মুখের আলো
                    হবে কবে কালহরণী
আমি শুধু নই গো নারী
                    মানুষ জগতজোড়া
যুগের চাবুক ফিরিয়ে দেব
                    স্বতন্ত্র সুখ মোড়া।