(১)


ছেলেমেয়ে কথা শোনে না ;


আমরা বুঝতে পারি নি
আমাদেরকে কি বুঝতে পেরেছে ?
অপেক্ষা করে যুগচিত্রের ছায়াছবি ।


            (২)


স্রোতকে বইতে দাও
বাধা দিও না ,
কেবল অভিমুখ পাল্টে
শুভলাভ হতেও পারে ।


          (৩)


প্রেমের সুরেই একই পথে
তাও মতভেদ , যে যার নিজস্ব ;
দেখি ভালোবাসার অটুট বন্ধন ।


           (৪)


উপকারের স্তর ডিঙিয়ে উপকার
কিছু পাহাড়ের দেখা পেলে না ডিঙানোই ভাল ,
চরিত্রে চড়াই উতরাইয়ের খেলা কিন্তু লেগেই থাকে