বুকের ভেতরেই কিছু পাথর জমিয়ে রাখতে হয়
তার পাশ দিয়ে কিছু নদী বয়ে যাক
কিছু ধুলো শুধু শুধুই উড়ে বেড়িয়ে
শিশিরের আলগোছে ঘাসেদের উত্যক্ত করে
কিছু জায়গা মরুভূমি করে রাখবে ,
তাতে মাঝে মাঝে বৃষ্টি এসে চোরা স্রোত হয়ে
মানুষের খন্ড বিখন্ড আদর আবদার
মিছিল শ্লোগানের কথা বলবে ।


নিজেকে খুঁজে পেতে
এরাই প্রশস্ত দিগন্ত বিচরণ হয়ে যাবে
তোমাকে তোমার কাছে চিনতে পারবে
আর বাঁচতে পারবে ।
-০-০-০-