সমস্ত পার্বণ শেষ করে হাত গুটিয়ে বসে থাকে
কুয়াশার মুখ হয়ে ,
ধানক্ষেতের আনাচে কানাচে দোলা লাগিয়ে
পরখ করে নেয় পচা শামুক গুগলি গেঁড়ির অভাবী খোলস।
ইঁদুরের দাপাদাপি অজানা ডানার শঙ্খচিল
গোবরলেপা উঠোনে ধান ছড়ানো শিশুর হাত
খসে পড়ার শিহরণে পর্ণমোচী
ঢলে পড়া রোদে কৃষকের কাস্তে
আলগোছে টেনে নেওয়া ভোরের ক্যাঁথা
আর পেঁজা তুলো মেঘের ধুলো মলিন আড্ডা
রুক্ষ বায়ুজলের টানাপোড়েনে
গাঁয়ের বধূর ঘোমটার আঁচলে আদেলপনা  
বাদাবনের আগাছাদের করুন নিঃশ্বাসে
ঢেকে যায় হেমন্তের নবান্ন ঘ্রাণ ।
শিশিরের দিশা বদল ঘাসের বিমর্ষ সকাল
ডিঙা বেয়ে পাল ছেঁড়া বালক নোঙর করে
বিভ্রম দিনের পৃথিবী পরিক্রমার হেমন্ত আশ্বাসে ।