বুকের বেলকুঁড়ি ফোটাতেই
তোমার দরজায় আমি বিপরীত ,
গ্রীষ্মের ধূ ধূ মাঠের ফোটন শস্যে
আমার পকেট ভর্তি ,
জলপন্থী একটাও চাতক নেই
কাকের নুড়ি খোঁজা কলসীতে
রক্তের দাগে আমার হাত
বাঁচার অস্ত্র শক্ত করে ধরে আছে ;
তোমার সাথে হৃদয় ধুতে
আমার বৈশাখী উঠোনে  
গোলাপের বাগান করেছি ;
তপ্ত জিজ্ঞাসার অনুরণনে
হারিয়ে যেতে দেব না গ্রথিত প্রেম সংকলন
তাই তোমার দ্বারে কড়া নাড়ি ।


সিনি , দরজা খোল
বেলকুঁড়ি ঝরে যেতে দিও না
আমি তারই কোন বার্তাবহ ।
    -০-০-