(১)


বললাম - চল , চাঁদ দেখি ।
- এমা ! এখন ছাদে চেয়ার টেবিল চা বিস্কুট নিতে হবে
আর সময় বের করতে হবে । দেখি !
ব্যাস , সহজ কথা কঠিন হয়ে গেল ।


    (২)


কাজের ফাঁকি কষ্টে কাঁদছে
কাজ করেই হাসছে হি হি ।


      (৩)


পথের ধারে দাঁড়িয়ে ছিলাম
কু্য়াশা আঁচল পাতল না ,
শীতের কাব্য লিখতে কবিও
আমার মত অসহায় চুপ ।


      (৪)


দেওয়ালে বা আড়ালে ঠেস দিও না
আজ না হোক কাল
দেওয়াল অথবা তুমি
একদিন ভেঙে পড়বেই ।


    (৫)


উচ্ছ্বাসের পায়ে বেড়ি পরিয়ে
সাফল্যের আকাশে ঠোকাঠুকি ,
যান্ত্রিক দাপটে সাজানো সভ্যতা ।
    
      -০-০-০-