আমাকে ভালোভাবে পরখ করে নেওয়ার সাথে সাথে
নিজেকেও ভালোভাবে বুঝে নিতে
আকাশের দিকে পা বাড়াতেই হয়
ফুলের বনে ভ্রমরের আনাগোনা দেখে
পূজোর অর্ঘ্য সাজাতে হয়
উড়ে যাওয়া পাখিদের ডানায় সন্ধ্যা মুছে
বাবুই চড়ুই শঙ্খচিল পথ ভুলে
এসে পড়ে উঠোন জুড়ে ধান খুঁটে খেলা করা
শিশুটির হাতের বারান্দায় ,
বুকের চাষ করা সহজ শস্যের আল খেত ধরে
সোজা আঁকা বাঁকা বিকাশের পথে
আমাকেই পাবে তোমার হাত ধরা সময়ে ।


আমাকে চিনতে পারবে ।
    -০-০-