পথের দিশায় ভুল ছিল তাই
ভুল করে পথ খুঁজে বেড়াই
যে পথে আমি আছি দাঁড়িয়ে
তাতেই আমার পুরো জীবনটাই ;
মাথা উঁচু না করেই চলেছি
পায়ে পায়েই সিঁড়িতে উঠছি
যা পেয়েছি তারপরেও অতৃপ্ত
বুকের বাসনায় মালা গেঁথেছি ।
যুগের চিত্রে প্রবাহে সুদূর
আমাতেই জন্ম নিয়েছে পথের দিশা
চল, আজ কিছু করি মানবিক
ভুল ভেঙে যাওয়া ভুলের বিদিশা ।
        -০-০-০-