ভুগ্ন হৃদয়ের তুষ্টিতেই বাঁচতে শিখছি রোজ
সহজ খিদেতে না খাওয়ার করছি মহাভোজ
কষ্টের মাটিতে আজও ফোটাই গোলাপ ফুল
চাহিদা সুযোগে তাতেও থাকছে কত না  ভুল
গোলকধাঁধাঁর পাঠ নিতে নিতে হচ্ছি রণক্লান্ত
নিজের ভেতরে নিজেকে তবুও গড়ছি সুশান্ত ।
জীবন এত লুকোচুরি আর আকাশতলে একা
তবুও আমি এই পৃথিবীর উন্নত মুখ স্বপ্নসখা ।