প্রতিবাদের মঞ্চ তৈরি করতে হয় ,
তাতে বিশ্লেষণের ছড়ানো আহ্বান
ঘুরে ফিরে তোমার বা তোমাদের
ভাবনাটুকু জড়িয়ে মানুষকে বোকা বানালে
মুখোশ প্রকাশ্যে বেরিয়ে পড়বে
আর আগামীর প্রতিবাদের ভাষাও যাবে পাল্টে ।
রোজ সভা বসে ঘরে বাইরে এখানে ওখানে
মনের দ্বন্দ্বে বিক্ষেপ ঘটলে আমি আর নেই
ভাল কিন্তু কার ? এই হিসেবেও বেমালুম গড়বড় থাকে ;
তবুও আমি দু-মুঠো চাল ডাল পেয়েছি
তাই এত গুনগানের জটলা বসিয়েছি ।
কোথা থেকে এল কেন এল
কে কার উঠোনের ধান ছড়িয়ে দিয়ে
আদিম রক্তের কথা বলে গেছে
এ সব কথা হাওয়ায় ভাসিয়েও জাগরণ ঘটানোর
মঞ্চ তৈরি করে লোক জড় করছি ।


দাদা , হাত ধরেই পাশে দাঁড়ান না
সুদিনের বিবর্তন ঘটবেই ঘটবে ।