দেওয়া নেওয়া ছাপিয়ে যাওয়া লুকিয়ে রাখা
এটা ওটা এদিক ওদিক গুছিয়ে নিয়ে থাকতে একা
যতই কর টেক্কাবাজির বঞ্চনা
শুধু ভালোবাসায় করো না কোন ছলনা ।
একটু কম একটু বেশী
পাওনা গন্ডা হিসেবে গরমিল
কিছু রাখতে কিছু কিছু হারিয়ে
খাতার পৃষ্ঠায় ঠিক ভুল সামিল
তোমার কাছে আমাকে সামনে দাঁড়ায়
উন্নত শিরে চোখে চোখে সে যে
শুদ্ধ নিপাট সরল ভালোবাসা চায় ;
সবটুকু ফাঁকি নিজেকে নিজেতেই
সারিয়ে নিয়ে যায় অন্ধকারে
গড়ে ওঠে মনুষ্যত্বের অন্তরায় ।


আয় আয় নিজেকে নিজে
ওই দেখ মনুষ্যত্ব ভালোবেসে যায় ।