(১)


মুখ দেখে মুখ চিনতে
বারবার মুখের ভুলে
খেত পাহারা দেয় কেবল কাকতাড়ুয়া ।


         (২)


ভরসার ডাল ধরে ঝুলছি ,
গাছের শেকড় বিন্যাসে
মনুষ্য আলোর বিচ্ছুরণ দ্বিধা বিভক্ত
ভাগ্য দোল খাচ্ছে পাতায় পাতায় ।


         (৩)


আকাশ মেশে নদীর পাড়ে
ভাসিয়ে ভেলা অপেক্ষাতে
ওপারে তোমার ঢেউ জাগে
জীবনটা খুব মধুর লাগে ।


        (৪)


কুয়াশায় ঢাকা সকালে
দিনের অবগুন্ঠন খুলতে
সূর্যকে আসতেই হয় ।


এভাবেই প্রত্যয় হয় প্রত্যাশিত ।


        -০-০-০-০-