তুমি সুখদুঃখের ভাগাভাগি খোঁজ দিয়েছ নিয়েছ
দৌড়াদৌড়ি সময় সূচক নিয়েছ দিয়েছ
যেমনটি যার তেমনটি তার,
তাই তো আমি জীবন খোঁজে
সবুজ রাঙা মাটি ছেড়ে
ইঁট পাথরে থাকতে এলাম
শহর, আমি তোমার বন্ধু হলাম।


এখানে ফলে না ফসল আসে কেবল
যে যেখানে কুড়িয়ে পায় পেট ভরায়
বিনিময়ের আঁচলভরে মজুত করে আড়তদার
এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে
তাতেই কিস্তিমাত ;
দিনের বেলা বন্ধ জানলা রাতে আলো ধাঁধাঁয়
রাস্তাজুড়ে সরগরম লেনদেনের শেয়ার চরম
ধুলো ধোঁয়া পায় না খুঁজে শান্তি সঙ্গোপন
ঝাঁ চকচক আরো আধুনিক
গড়ছে ভাঙছে করছে আলাপন
কোথায় তোমার মানুষ গড়া সভ্যতা তাই দেখতে এলাম
শহর ,আমি তোমার বন্ধু হলাম ।
        -০-০-০-০-