(১)


বাড়ির ঝুল ঝাড়া কাজের লোককে
জিজ্ঞেস করলাম - তোমাদের বাড়িতে কে ঝুল ঝাড়ে ?
ও বলল - আমাদের বাড়ি তো ঝুল দিয়েই তৈরি
ঝাড়বো কেন ?


      (২)


সরলতার মাপকাঠিতে কোন উচ্চতা নেই
তারা সবাই মাটির মানুষ
আবহমানকাল একই রকম ।


      (৩)


একটা দুর্ঘটনা হাজারটা ঘটনাকে ছাপিয়ে যায় ;
যে যেভাবে সামনে আসতে চায়
প্রচারের জন্য দাঁড়িয়ে আছে হাজার মুখ ।


     (৪)


জল ঘোলা করেই
তেষ্টা মেটানোর আবদারে
ক্রমাগত বৃষ্টিকেই দোষ দিচ্ছি ।
ভুলে যাই এ পরিবেশে আমিও বাস করি ।


     -০-০-০-