মনে রেখেই পা ফেলতে কষ্ট হবে না আর


সকালের নরম রোদ
মধ্য গগনে
মধ্যাহ্ন হয়ে তোমারই মাথার উপরে দাঁড়াবে ,
ঘাসের আগা থেকে শিশির উবে কখনো মেঘ
কখনো বা বৃষ্টির ধারা বর্ষণে জীবন ভাসিয়ে নিয়ে যাবে ,
মৃদু মন্দ বাতাসে ভেসে বেড়ানো ধুলিকণাই
ধুলিঝড়ে চোখমুখ ধাঁধিয়ে দেবে ,
মোড়ের মাথাতেই এই পিচ ঢালা মসৃণ রাস্তা
পাল্টে গিয়ে চড়াই উতরাই অথবা পাহাড় হয়ে যাবে ,
মুখোমুখি দাঁড়ানো মানুষেরা
চায়ের চুমুক অথবা গরম আঁচের তাপে
পাশাপাশি হাঁটবে দৌড়বে এগিয়ে যাবে
এমন কি হাত ধরেও ছেড়ে দেবে একেবারে খাদে ধারে ।


এ সব কথা
মনে রেখেই পা ফেলতে কষ্ট হবে না আর  ।
      -০-০-০-