ভূতেরা সব ডিগবাজি খায়
উল্টো চলে রাতবিরাতে
ধিঙ্গিপনা নাচতে থাকে
হাততালি দেয় হাতে হাতে


ভূতেরা সব খনখনিয়ে
জলসা করে বাঁশবাগানে
হেঁড়ে গলায় ভূতের মামা
সুর তুলে যায় মনে প্রাণে


চুলগুলো সব শনের মত
লম্বা নখে বিলি কাটে
লকলকিয়ে জিভটা থাকে
লোমশ পায়ে উল্টো হাঁটে


ভূতেরা সব থাকে কোথায়
কেউ পারে না বলতে
সব কিছু সব শোনা কথা
ভূতের ভাবনা ভাবতে।