(১)


মুখেই লেখা ছিল কথা ও কাহিনী


আমার এত সবের দরকার কি
তোমাকে ভালোবাসি এ টুকুই তো
বলতে পারি নি ।


       (২)


বার বার যন্ত্রণাকে ঢাকতে চেয়েছি
তবুও বে-আব্রু হয়ে বেরিয়ে পড়ে ,


পুরো রাস্তা জুড়েই তার বিচরণ ।


        (৩)


এলোমেলোকে গোছাতেই
আবার এলোমেলো হয়ে যাই ,


বুঝতে পারি আমি এখনো মানুষেই আছি ।


          (৪)


সঞ্চয়ে রেখেছি হাসি
আমি মানুষ এ টুকুই ভালোবাসি ।


কর্মের আহ্বানে যুগ বিচিত্র রাশি রাশি ।
         -০-০-০-০-