ভাবনা ভেবে দেখে নি
ভাবানো কিছু বলে নি
হোঁচট ঘুরে তাকায় নি
সুখ বাছতে পারে নি
দুঃখের সঙ্গ ছাড়তে শেখে নি।


হারানো পথের চিত্র বোঝে নি
চিন্তার একক মেলে ধরে নি
ফসলের মাঠ মেপে নেয় নি
নিজে হৃদয়ী সচিত্র হয় নি
অদূরে আলোর খোঁজে নি
অস্তিত্বের গঙ্গাস্নান সারে নি
শিশিরে মেঘরেখা হয় নি।


তাই বিকেল হয়ে এল
নাই মিছিলে
নিজেকে দেখা যায় নি;
বাঁকা দুরত্বে হাজির দরবার
সময় ফিরে গেছে
হেসেছে রঙের দোলায়।


দিনের গাঁথা মালায়  
সহজ পার রাতের আঁধার
সূর্য ওঠা আমিও খিলখিলিয়ে
প্রতিটি নব প্রভাতে।