বড় কথা অনেক বড় করে বললাম
তোমাকে বোঝাতে তোমার ও আমার
মাথার মধ্যেই মাথা ধরে গেল ,
অল্প কথা বুঝিয়ে বলতে আরো অল্প হল
মুখ বেঁকে গেল – এই টুকু !
মাঝারির সন্ধানে মাঝে মাঝে
মাঝ বরাবর বসে মন জয়ের চেষ্টায়
লাগাতার হাত তুলে আকাশ দেখাই ।
প্রশ্নটা থেকেই যায়
বড় না ছোট ওদিকে না এদিকে
সঠিক যে কোনটা
তারই জন্য সকাল থেকেই চলে
আসমুদ্র সাঁতার কাটা ।
সেখানে ছোট বড় সবাই বিচরণ করে ।
              -০-০-০-