দরজা খুলতেই বার বার ভুল করে ফেলি
অন্য কাওকে বলেই বসি
দেখ তো কে এল ?
উত্তর আসুক বা না আসুক
সেই অনেকটা পরে উঠতেই হয়
ততক্ষণে অবারিত দরজার
প্রবেশ প্রস্থান পথ খুঁজে আপন পথে ।
নিম্ন মধ্যবিত্তের জানলা খোলাই থাকে
আলো যে টুকু আসে তাকে পাত্তা দেওয়ার অবসর
বার বার জীবনের সাথে গুলিয়ে যায় ,
কষ্টের ব্যকরণে দিনের শেষে কোন হিসেব রাখে না
শুধু বাঁচার জন্য ঘর আঁকড়ে পড়ে থাকে ।
পথের শেষ কোন কোন ঘরে এসে শেষ হলে
আমাদের আহ্লাদ বেড়েই যায়
ফুল বাগান ডিঙিয়ে ঘর বারান্দায় কতসব দরজা ,
জীবনের গল্প আরো কতসব গল্প বিছিয়ে রাখে ।।
          -০-০-০-