(১)


বন্ধ খামের কিছুটা বন্ধই থাকে
পুরোপুরি খোলার দরাজ হৃদয়
গুমরে মরে কান পাতা দেওয়ালে ।
অনুভবে বুঝতে পারি - খাম কেন বন্ধ থাকে ?


    (২)


পায়ের তলায় মাটি থাকলে
রকমারি ছাদ আঁকা খুব সহজ ,
খোলা আকাশের রং কেবল নীল ।


    (৩)


ভাবি নি আমিও নামব এভাবে
শত চেষ্টাতেও
গর্বের মোক্ষ ঘটে যাচ্ছে রাত দুপুরে ;
সকালের আশায় আজও তাকিয়ে আকাশের দিকে ।


      (৪)
  
প্রাণের পদধ্বনি
জীবনকে ছুঁয়ে শুনতে হয় ,
তাতেই নিজের পরিচয়
আরো স্পষ্ট হয় ।


     (৫)


বিয়ে বাড়ি


চোখ বাঁধানো আড়ম্বরে
হূদয় খুঁটে খুঁটে খাবার খাচ্ছিল,
বাপ রে মিলনের এত আবদার প্রকারভেদ !
সংসারে শান্তি ফিরুক অনাড়ম্বরে