সরষের ক্ষেতে দৌড়নো
কিশোর প্রাণ,
চোখে দুর্দমনীয় ইচ্ছে
অদম্য উচ্ছ্বাস
হাতে আবেগঘন উচ্ছ্বাস পতাকা,
এক বুক আশা ও গর্বে
জন্মের সার্থকতায় জন্মভূমি শ্রদ্ধা।
তারপর বাড়ি ফিরে চাল নেই
কর্মক্লান্ত ভরা দুপুরে কাজ নেই
মাঠ পুকুরে বিকেল অবসাদ
আর অদৃষ্টের প্রেতাত্মা হাসি।
ভোগের বাহনায়
লেখা নেই দামাল প্রাণ,
বাঁচার যাদুকাঠি।
চলমান আর্তনাদে
ভুখা যন্ত্রণায় লুকিয়ে ।
যৌবন পতাকা হাতে
আশার বিজয়ে
দু চোখে গভীর স্বপ্ন
আঁকছে আঁকবে।
         -০-০০-0-