বুকের ভেতর জ্বালিয়ে আগুন মরছি শুধু কেঁদে
সবটুকু ভোগ সুখ কিনে খায় নানান গল্প ফেঁদে ,
মাঠ পেরিয়ে মাঠের ভেতর উৎসব করে ক্ষমতা
স্বাধীনতাই কাঁদছে পারছে না বলতে কোন কথা ,
অধিকার আজ বিচ্ছিন্ন সংজ্ঞার যন্ত্রণায় মূর্তিমান
দপ্তরে দপ্তরে উড়িয়ে পতাকা বাড়ে দেশ সম্মান ;
জন জাগরণে দুর্দশা কথাচিত্রে একই ভাবনাময়
হাজার কষ্টে মুক্তির খুশিতে তবুও মহান বিজয় ।।
         -০-০-০-০-