(১)


ফুল ছিঁড়ে ফেলতেই
পাতার বিদ্রোহ ছড়িয়ে পড়ল সারা গাছে ,
শেকড়ের সর্বত্র আনাগোনায়
রক্তঝরা বাসা বাঁধছে কান্ডে কান্ডে ।


     (২)


মা , শীত পড়েছে খুব
ছেঁড়া কাঁথায় টানাটানি ,
উত্তাপের খোঁজে সূর্য প্রার্থনা
রাত রাতেই থাকে দিন দিনে ।


    (৩)


পথ চিনতে ভুল করেই
পথ খুঁজে পাই পথের উদ্যমে ,
আমার প্রাণে আমি আজও বিজয়ী ।


       (৪)


বন্ধ খামের কিছুটা বন্ধই থাকে
পুরোপুরি খোলার দরাজ হৃদয়
গুমরে মরে কান পাতা দেওয়ালে ।
অনুভবে বুঝতে পারি - খাম কেন বন্ধ থাকে ?


      (৫)


বুকের ভেতরে অন্যকে দেওয়া যন্ত্রণা
সাত রঙা চিত্রে আঁকা হয়েই থাকে ,
সময় হলে তাকে সহ্য করা
তোমার নৈতিক দায়িত্ব ।
    
     -০-০-০-