(১)


আকাশের দিকে আঙ্গুল তুলে
তাকে ছোট করা যায় না
রোদ্র মেঘে ভরিয়ে দেওয়াও যায় না ;
নিজেকেই আকাশ হতে হয় ।


     (২)


গোলাপের পাশেই ছোট ছোট ঘাস
দুজনেই ফুল দেয় ,
মনুষ্য চরিত্র
গোলাপ ব্যবহার করে ঘাস মাড়িয়ে যায় ।


     (৩)


ভাল লাগা
তোমার আমার একেবারেই আলাদা ,
মন্দ লাগাও তাই ;
সাপুড়ে সাপ ভালোবাসে , আমি না ।


       (৪)


রক্ত লাগছে বইয়ে
কাঁদছে কালো অক্ষর ,
আলোর রশ্মিতে সকাল হয়
আগুনে নয় ।


      -০-০-০-