নিজেকে আর খাঁচায় বন্দী করি না
মেলে দিই আকাশ তলে
নদীর উজান স্রোতে
অশান্ত ঘুর্ণি সময়ে সে ডানা মেলে


বার বার ঠোক্কর দরজায়
খন্ডে ক্ষুদ্রে ভেঙে যাই
সাজানো অসমাপ্ত এ সংগ্রাম
ধুলিসাৎ বর্ণে ভাসাই


কখনও জ্বলে পুড়ে ছাই
জেনে গেছি জীবন এমনটাই
আমার মননে আমি নিজেকে
জীবন ছোঁয়ার বাসনা জাগাই।