মায়ের সঙ্গে গল্প করতে বসেই
ছেলেটা খুব ছটপট করছে দেখেই
মা মেয়েকে ডাকল – মিনু , আমাদের রবীন্দ্র কুলুঙ্গী থেকে
দু চারটে ছড়ার সুর নামিয়ে আন তো ,
বিকির পায়ে বেড়ি পরাই ।
গতানুগতিক নদীর কথা ভেবেই
বিকি ‘যাচ্ছেতাই’ বলে পালিয়ে
ধরা দিল প্রেয়সীর কাছে ;
সে সুর ধরল সহজ পার্বিক কথায় ।
আর মিনু আর তার মা ঐতিহ্যের ধারক হয়ে
আধুনিককে বরণ করে নিল অবলীলায় ;
‘ভাল লাগে নি’ বলে কোলাহল বাড়ানো ইচ্ছেরা
সময়ের যাঁতাকলে দিক বদলেও মনন দীনতায়
যুগ পত্তন করে । বেঁচে আছে তবু আ-দিগন্ত ।
আমরা সবাই তারই কোনায় কোনায় বাস করি ।
             -০-০-০-