আমি এখন দেশান্তরী থাকি শহর বিভুঁই
কিছুতেই যেন ভুলতে পারি নে আপন জন্মভূমি ।
সেথায় আমার ঠাঁই নেই আর ,
হারিয়ে গেছে বাস্তুভিটা জমিজমা
আম কাঁঠালের ছায়ায় ঘেরা পুকুর পাড়
খড়ের গাদায় উইয়ের রাশি
শালুক বনে সাপের খেলা , গুগলি গেঁড়ি ।
বাবা মায়ের প্রয়াণে মোর কেঁদেছিল মন
দাদা দিদির সাথে দেখা সেই যে শুভক্ষণ ,
আজকে তারাও সময় স্রোতে হারিয়ে দিগ্বিদিকে ।
কর্ম হেথায় উঁচু মাথায় ইটের দেওয়ালে
খুব আয়েসে মাথায় মাথায় করছে ঠোকাঠুকি ,
সুখের খোঁজে দৌড়ে আমিও করি সময় পার ।


আজও খুঁজি কাদায় কাদায় মাঠের ধার
সরষে খেত , বাঁশের বনে কাঁটার ঝোপ ;
আর উঠোনে বিছানো ঘাসের উপর বসে
আমার দু-মুঠো মনের গল্প কই ?
কুণ্ডলী ওঠা ধোঁয়ার আকাশে আমি যে চেয়ে রই ।
ডাকছে আমায় আমার জন্ম গ্রাম
যাওয়ার ঠাঁই যে নাই
আমি এখন দেশান্তরী ভাই ।।



                  -০-০-০-০-