(১)
নিজেকে নানান উচ্চতায় পৌঁছাতে
ইটের উপরে ইট গাঁথতেই হয় ,
তাতেই লেখা থাকে বঞ্চিত ফুলের হাহাকার ;
তোমার মূল্যায়ন কেবল আশাপ্রদ প্রাণে ।


           (২)


সম্ভাবনা উড়িয়ে দিই না
ভাবনায় মিশিয়ে আগামী খুঁজি ,
তাতেও কিছু জনের ভাল হচ্ছে
কিছু জনের ঈর্ষায় গলদঘর্ম ।


          (৩)


দু পক্ষই দু পারে দাঁড়িয়ে
অভয়বাণী - বিপক্ষের হাত ধরলে বাঁচার কষ্টই বাড়বে ।
ডুবন্ত আকাশের দিকে তাকিয়ে
ডুবেই যাচ্ছে ।


           (৪)


অধিকারের বাড়তি রাস্তায়
নিজের ক্ষমতা ভাবনা নিজেকে ক্ষুণ্ন করে ,


বিপন্ন অধিকার পেতে অন্য রাস্তায়
বাড়তে থাকে বাঁচার সংঘর্ষ ।