জলের অবয়বে মিশে যাওয়া হৃদয়
তোমার দিকে গড়িয়ে যেতে যেতে
সংসার পাথরের স্তম্ভিত ভূমিকায়
আমি আজ অন্য পথের প্রেম যমুনায় ।
হাত ধরা ফুল পাপড়ির সুবাসে
এগিয়ে চলি পায়ে পায়ে একাত্ম মিলন
মাঝে মাঝে বিঘ্নের সমুদ্র স্নান
অনন্যের সাঁতার শেখায়
আমি তো তবু তোমার পাড়ে এসে দাঁড়াই
প্রেমে দরিয়ার গান গেয়ে যাই ।


আবার আবার এসেছে বসন্ত
চলো না , দুজনে বকুল কুড়াই