ঘরের বাইরে না বেরিয়েই
আকাশের জন্য ছটপট
পাখির ডানাকেই আবদ্ধ করে খাঁচায় ।


ঘরের ভেতরেই রোদ গুটিয়ে
আগুন হতে চায় পোড়া কাঠ
পরিবর্তনের হাঁপিয়ে ওঠা ঋতু
বার বার সতর্ক করে দেয় আসক্তি


বাতাসের মুখে কোন দ্বিধা ছিল না
মুক্তির শ্লোগান মাটির গন্ধেই লেখা
চিনে নেওয়ার বাহুল্য
সুখের বাক্য বিনিময় করে
শান্তির দরজায় আগল লাগানই থাকে


একে অপরের হাত ধরা সময়েও
বেসুরো গান গাইতে থাকে প্রহসন।
ঝাঁপিতে বিক্ষিপ্ত আয়ু
মাথা ব্যথার কলমে ঝুলেছে বিকাশ


কাব্যের ব্যাকরণ খোঁজ করে দিনান্ত
উপসংহারে সেই আধপোড়া রুটি
এবার বাঁচতে
আমাদের লাগবে সবচেয়ে বেশি


আমরা তাই পৃথিবী উল্লাস করি।
-০-০-০-০-