আমার আর একলা হওয়ার নেই
এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে
নিজেকে নিজেই মুক্ত করে যাই ,
যা কিছু বাসনা পূর্ণ অপূর্ণ
সুখ সায়রের বিভাজনে দুঃখ গহীন
আলগা হৃদয়ে বাঁচার দিনলিপি লিখে যাই ,
অবসরের মুখে মুখে নিঝুম প্রহরে
খড়কুটো ধুলোবালি সাথে সাথে ঘোরে ফেরে
অবাক রাতের আকাশ মিঠে গল্পের ছবি আঁকে
মাটির ঝুরো বিন্যাসে আবার আমি
আমি হয়ে যাই ।


আমার আর একলা হওয়ার নেই ।