চলার পথে প্রতিটি হোঁচট
আমাকে বারে বারে জীবন সতর্ক করে দেয় ,
আমি আবার নতুন বাঁচার দিক খুঁজে পাই
অন্ধকারেও এক একটা জোনাকি
দিনের আলোর মত ধরা দেয় ।
আমার ব্যকরণে পৃথিবী চলে না
বুকের নিজস্ব অনুভূতি চাপিয়ে জীবন আহ্লাদ মেলে না
তাই দেওয়ালের সামনে দাঁড়াতেই হয়
তাকে ডিঙিয়ে অথবা ভেঙে ফেলতে
মেরুদন্ডের প্রস্তুতি নিতেই হয় ।
সিনি , তোমার হাত ধরেও মুখ ফিরিয়ে নেওয়া
সকালের রোদ ঝিলমিল বিকেলের মেঘে ঢাকা
আরো ভালো আশা মোহনার ভাঙা পাড়ে
আমি ফুল ফোটাই সুর ধরি আর আকাশ হয়ে যাই ;
জীবন সাজাতে বাধার অরণ্যে আমি তাই আজও সাবলীল ।
       -০-০-০-