(১)


ডানে দিকে যাব বলে বাঁয়ে গেলাম
ফিরে এসে
দক্ষিণের চর্চায় উত্তরকে দাবিয়ে রাখলাম ,


নিজের কাছে নিজেই তো আধ টুকরো জীবন !!


       (২)


একলা হলেই গুটিয়ে ফেল সব রোদ্দুর
দেখবে তুমি একাই সূর্য ;
সেই তাপে অনায়াসে পুড়িয়ে ফেল
বাঁচতে চাওয়া অসহায় গ্লানি ।


       (৩)


নিজেকে নানান উচ্চতায় পৌঁছাতে
ইটের উপরে ইট গাঁথতেই হয় ,
তাতেই লেখা থাকে বঞ্চিত ফুলের হাহাকার ;
তোমার মূল্যায়ন কেবল আশাপ্রদ প্রাণে ।


       (৪)


বিভেদ যুগের চিত্র
ফুল বনে ভ্রমর কীট দুই-ই থাকে ,
বকুলের গন্ধে বুকের আশা
দিন গুজরান আমাদের বাসা ।