বাঁকা হয়েই ঘরের কোনায়
বসেছিল জীবন ,
নিস্তেজ উদার অচঞ্চল
স্থবির গুটিসুটি গঠনহারা
সকলেই ভুলেছে অসহায় ।


আয়না দেখতে না শিখে
বড় হওয়া ভেঙে গেছে
গড্ডলিকার বন্দী স্রোতে ,
টলে পড়ছে ভুল পৃথিবী
আকাশের সীমানায় ধুলো ।


তবুও সংসারের খড়কুটোতে
ইঁদুরেরা ঘুরে বেড়ায় ,
বাঁচবে জীবন এবার সত্যিই বাঁচবে ।
         -০-০-০-