রাস্তায় কাঁটা বিছানো থাকেই
তাতে অগ্রগতির কণ্ঠরোধ হয় না ,
সোজা হয়ে মেরুদন্ডে দাঁড়াতে
কাঁটায় সর্তক জীবন চলাচল ।


ব্যস্ত কর্ম রাগে আঁকা বাঁকা লেগেই থাকে
টপকানো বাধার সাবলীল খুঁজে
দিন গুজরান সরল সাদাসিধে ।


জট পাকিয়ে দৃশ্য অদৃশ্য চাপের বোঝা
বালুকাবেলায় বারে বারে ধস নামিয়ে যায়
সিনির হাতে হাত সমুদ্র-নীড়ে ফেরা
অনাবিল অবসর যাপনে ভাবলেশহীন ।


গোলাপ বিছানো পথে
মুখ থুবড়ে পড়া আকাশ
আমি চিনি না নিজেকে নিজের মুখে ।