কথার ভিড়ে কেউ কি পেল শুনতে
আমার কথা আমি ভালবাসি বলতে
ভেতর মনে জমানো রুদ্ধ কথাগুলো
বারবার আমাকে বারুদ করে দিলো


সকালে আমি দেবতাকে ফুল দিই
কাজে বেরিয়ে কাজে প্রণাম জানাই
তোমাকে দেখি ফোটা গোলাপ রঙে
ছোট্ট পথের মাঝে আমি সাজি ঢঙে
বশ করেছি ভাবনা আকাশ রামধনু  
ঘরের বাস প্রেম সঙ্গী স্বপ্ন পরমানু


তোমাদের শুনে আমি বলতেই থাকি
শুনব আমি নিজে আজকে বলে রাখি।