দুঃখ কেবল জনগণ
সুখের হাসি প্রতিনিধি ,
ভাগ করে সে যা দেয়
জনগণ সুখ নিরবধি ।
আইন করে আমরাই
আমি মানে নির্বাচিত
জনার্দনের দেশে ওরাই
হর্তাকর্তা আইনত ।
তাই তো আমারও যে
চেয়ার চাই বসতে
করছি তাই লড়াইয়ের
আমিও হই নেতা যে ।
কে বসবে কে বসবে
বইছে ধ্বংস খেলা
সবাই প্রশাসন বা জনগণে
নিরন্তর আশার মেলা ।
দেশ ভাবনা ঘরবন্দী
বিদেশ ভাবনা প্রতিরক্ষা
নিয়মের নীতির ব্যাখ্যায়
সবারই কি আছে শিক্ষা !
-০-০-০-