সিনি তোমার মনে পড়ে আমাদের সেই শীতের রাত
ওম মাখা হৃদয়ের কাছাকাছি
কত সে না বলা নিজেকে নিজেদের বুঝে নেওয়ার রাত ।
মরা গাঙের ধারে চাঁদ জেগেছিল কিনা মনে নেই
ফুলবনে ঝরাপাতার সুবাস হেসেছিল হয়তো
এ তল্লাটে পাখিদের শুকনো ডানার ঝাপট
আমাদের আর মাঝে মাঝে সতর্ক করে দেয় না
তবু জেগে থাকা কুয়াশা সরিয়ে হেঁটে চলেছি
স্থাবর জঙ্গম উথাল পাতাল নদী গিরিখাত
সিনি , তোমার মনে আছে
এ পথের আবছা আঁধারে হাঁটতে হাঁটতে
চেনা অচেনা কাঁপন হৃদয়ের কতসব স্বপ্নে
মিলেছি আমরা মিলন গভীরে
আরো দূর অজানা ঝাউ বনের ধারে ধারে ।


সিনি , সেই শীতের রাত পোহানো
দখিনা মলয় কড়া নাড়ছে গাঁদা ডালিয়ার ঘরে ঘরে
হিল্লোল বসন্তে ফুল ফল রঙিন সমাহার
মনে পড়া আবেশেই মাখামাখি হৃদয় উদবেল
তুমি আছো আমিও আছি
তাই বসন্ত খেলা করে আমাদের ঘরে ।
    -০-০-০-০-