তুমি ভালো বলবে বলে
আমি ভর দুপুরে জল কাদা মেখে
ঠায় দাঁড়িয়ে আছি,
তুমি ভালো বলবে বলে
আমি একটাও গোলাপ ছিঁড়ি নি
বসন্ত ফুলের পাশে পাশে
শান্তি বাস করছি ,
তুমি ভালো বলবে বলে
উল্টো রাস্তায় একবারও আঁধার দেখি নি
জঞ্জাল উপসর্গ বাদ দিয়েও জীবন
তবুও তো মিষ্টি মিষ্টি লাগে ।


তোমার ভালো বলা পাল্টে গেছে
চরিত্রের বিষম ঝংকারে সাধারণ ভালো
আরো বেশি দিশেহারা ;
এখন ভালো বল আর নাই বল
আমি আজও পথের ভালো
তুমিও ভাল হও বসন্ত রঙে ।
           -০-০-০-