যেটুকু পাওয়ার সেটুকুই পাবে
যেটুকু নেওয়ার সেটুকুই নেবে
যেটুকু দেওয়ার সেটুকুই দেবে
তার বেশি অন্যকে দিতে হবে
অন্যে তোমাকে ঠিক দিয়ে দেবে
অথবা অন্যে কেড়ে নেবেই ;
ফুলের সৌরভ কতটাই বা পাওয়া যাবে
মধু ভাণ্ডার থেকে কতটাই বা নিতে হবে
নিজের মনুষ্য পরিচয় ক্ষমতার দিশায়
এক-বুক আকাশ হলেই বুঝতে পারবে ।
অন্যের জন্য নিজেকে তাই
যে যতটা তৈরি করেছে
যুগ-চিত্র তার কাছে ঠিক ততটাই পরিষ্কার ,
পাওয়া দেওয়া নেওয়া এ সব নিয়ে সে ভাবে না
পৃথিবীই তাকে তার পাওনাগণ্ডা বুঝিয়ে দেয় ।
         -০-০-০-০-