কাঞ্চনজঙ্ঘায় আকাশ মিলেমিশে
হৃদয়ের আস্তরণে মাটির কাছাকাছি
দোর খুলে প্রত্যুষের আবছা অবগাহন
ঘাসের মুখে চোখ হয়ে ভালোবেসে বাঁচি ,
আবলুষ শীতের জড়ানো আর্দ্রতায়
সূর্যের আগমনী স্তব মন্দির ধোয়া জলে
আগামী আচ্ছন্ন থাকে রহস্যের কুয়াশায় ।
পথ চলা সেই সবে তোমার পাশে আমি
হাত ধরা উদ্দেশ্যের দিগন্ত বাসনায়
বিশ্বাসের আঁচল রেণুতে আদর মাখি ;
পায়ে পায়ে জড়ানো সরস কণায়
চেনা অচেনা জীবন পাখির ডানা
দিন ভাবনায় বুকের ভেতর ছটপট
ব্যস্ত কুয়াশা সরিয়ে আলো ঝরায় ।


এ ভাবেই জীবন গড়া জীবন সূচনার দিন আবর্তে আমরাই ।
              -০-০-০-