কত রকমের নাম ধরে ডাকে কতজনে
পেছনের সেইসব ডাক থেকে যায় মনে
কিছুকিছু ডাকে ফুল ফুটেই গন্ধ বিলায়
ঝর্ণার গা বেয়ে কলকল নদী বয়ে যায়
রাগের বারুদে আগুনের ফুলকি ছোটে
হল্লার হুল্লোড়ে তাথৈ তাথৈ বন্ধু জোটে
ধুলো ধুলো উড়ে ঝড় আকাশ কাঁপায়
প্রশান্তির বৃষ্টিতে অবসন্নের গা ধোয়ায়;
ডেকে ডেকে ডাক শুনে খোলা জানলা
মায়ের হৃদয় ডাক শান্তি এক পশলা।