জীবন কি অন্ধ গলি?

সুযোগের হাতছানি
বুকের সীমারেখায়
পাকানো গোলকধাঁধাঁ।


রাস্তার বিভাগ বিভক্ত
শান্তির আশায় সাজানো আনন্দ
রোদ মাখছে দুপুরের আয়েশ।


পেট ভরাতে জলের শুদ্ধতা
সোজা দাঁড়িয়ে
কোন না কোন সময়
ঠিক মানুষের মত
মানুষ হয়ে যায়।


তাই গলিতেও গলির মোড়
পৃথিবী আজও পৃথিবী।