(১)
বারমাস গোলাপ চাষ
পলাশ শিমূল অতশত ভাবে না ,
বসন্ত রাঙিয়ে যাক
ফুল ফোটা যাপনে ।


     (২)


যন্ত্র ভাবনায়
প্রহর গুনছে বিকিকিনি,
আহ্লাদ সভ্যতা তথ্যবহুল;
আমরা অণু থেকে পরমাণু, প্রায় বিলীন ।


    (৩)


মাটিতেই সাধারণ সহজ স্বাভাবিক।


তবু সবাই অসাধারণ হওয়ার আশায়
মাটিতে বিছিয়ে দিল পাথর।


মাটি কাঁদছে লুকিয়ে।