আমার এ বাংলাভাষা প্রাণের প্রদীপ
এ ভাষাতে করি আমি জীবন জরিপ,
বাঙালী মায়ের ভাব ভালোবাসা বোধ
আমার মনের মুক্তি বিনিময় রোদ;
বিশ্বের মাঝে আমি যে, বাঙালি গর্বের
বাংলা ভাষাতেই তার মূল্য গৌরবের,
সুশীতল সৌন্দর্যের সুমধুর কথা
আমার ভুলিয়ে দেয় দুঃখ কষ্ট ব্যথা।            


ভাষার মুক্তো কুড়াই রবীন্দ্র শরতে
বঙ্কিম জীবনানন্দ সুনীল শঙ্খ-তে;
গুনগুনিয়ে উঠছি সুরেলা ভঙিতে
ভাটিয়ালী নজরুল রবীন্দ্র সঙ্গীতে;
মধুর বাংলা ভাষাতে জীবন গড়ব
এই ভাষাতেই আমি বিশ্ব জয়ী হব।