(১)
ভাঙা ভাঙা অন্য মৌখিকেও
আমি প্রসারিত গভীরতায় ,
আজও তাই গর্বিত একুশ
আমাদের মধুর হৃদয় মৌখিকে ।


         (২)


আইন প্রমাণ চায়
হৃদয় চায় না ,
অদৃশ্য আবেশে সে জড়িয়ে পড়ে
অথবা ছিঁড়ে যায় ।


       (৩)


তোমার অপেক্ষাই আমার গোলাপ
কাঁটা ডিঙিয়ে আমি ঠিক পৌঁছে যাব।


          (৪)


অন্যের ভাল অন্যকে কেউ বলে না
মন্দটা রসিয়ে বলতে ছাড়ে না ,
রসে তেতোটাই থাকে বেশি ।
নিজের আর অন্যের বেশ স্পষ্ট বুঝতে পারি ।
            -০-০-০-