আর আগলে রাখি না বর্ণনা
আমাকেই পেছনে ফেলে চলে যাওয়া,
এগিয়ে যাওয়া সাক্ষী
কেন শুধু তাকিয়ে দেখে।  


নিজেকে বিভক্তির সাথে
এক একটা দূর শব্দ হয়ে যাই।


নীলিমায় আগুন ঝরছে
সম্যক আর্দশের সূচী
সঙ্গম সুচনা করে,
শুধু রাত পেরিয়ে ভোর
আগামীর ফুল দিশায়
নকলনবীশও স্বাধীন হয়।


যতটুকু ভোগের  
তাও ধারাপাতে জলবৎতরঙ্গ
আর পথের ধারে জমা  
জীবনস্তুপ ।