যন্ত্রণাকে আর প্রশয় দিও না ভাই
ও কোন কথাই শোনে না
কেবল বর্ণভেদী অসংলগ্ন আঁকে ।
অনেক দূরের অসম রহস্যে
নিজেকে ঘুরিয়ে প্যাঁচিয়ে আকণ্ঠ হয়ে যেয়ো না ,
সহজিয়া বিলম্বে যতদূর যাই
তুমি আছো আমি আছো
আর আমাদের এই আবর্তন ।
এগিয়ে যাওয়ার ভাবনায়
জীবন পেয়ে জীবন হয়ে যাই
আর যা কিছুই শুধুই বেঁচে থাকার
নির্যাস অবলম্বন মাত্র ।
-০-০-০-